রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ১১:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:বেসরকারী উন্নয়ন সংগঠন রূপান্তরের আয়োজনে আইআরআই এবং ইউএসএইড-এর সহযোগিতায় রাজশাহী জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের প্রয়াস প্রশিক্ষণ কেন্দ্রে আর আয়োজন করা হয়। দিনব্যাপি প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য দেন, প্রকল্পের সমন্বয়কারী অসীম আনন্দ দাস। শুভেচ্ছা জ্ঞাপন করেন, আইআরআই-এর এমইএল সমন্বয়কারী ইফতেখার কায়সার।

প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন, সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির ও দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত। প্রশিক্ষণের সমাপনি পর্বে প্রশিক্ষণ মূল্যায়ন করে বক্তব্য প্রদান দেন, এ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা ও আবু তাহের।

প্রশিক্ষণে নেতৃত্ব, নেতৃত্ব বিকাশের কৌশল, প্রচার ও তথ্যের আদান-প্রদান, গণমাধ্যমের সাথে যোগাযোগ, দ্বন্দ ও দ্বন্দ নিরসনের কৌশল, মধ্যস্থতার ভূমিকাসহ নানাবিধ বিষয়ে আলোচনা করা হয়।