বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:বেসরকারি উন্নয়ন সংগঠন রূপান্তরের আয়োজনে আইআরআই এবং ইউএসএইড-এর সহযোগিতায় নাটোর জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) নাটোরের সাহারা চাইনিজ রেস্টুরেন্টে দিনব্যাপি প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য দেন, প্রকল্পের সমন্বয়কারী অসীম আনন্দ দাস। প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধাপক আনোয়ারুল কাদির ও উন্নয়নকর্মী খন্দকার এহসানুল আমিন ইমন।
প্রশিক্ষণের সমাপনি পর্বে প্রশিক্ষণ মূল্যায়ন করে বক্তব্য দেন, বেগম সুফিয়া হক ও ফাতিমা খাতুন মনি। প্রশিক্ষণে নেতৃত্ব, নেতৃত্ব বিকাশের কৌশল, প্রচার ও তথ্যের আদান-প্রদান, গণমাধ্যমের সাথে যোগাযোগ, দ্বন্দ ও দ্বন্দ্ব নিরসনের কৌশল, মধ্যস্থতার ভূমিকাসহ নানাবিধ বিষয়ে আলোচনা করা হয়।