রাজপাড়া থানার অভিযানে এক ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ৭:৩৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার হয়।

ধৃত রাকিব নগরীর রাজপাড়া থানার বসুয়া গ্রামের বুলবুলের ছেলে। সে বর্তমানে নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়ায় বসবাস করছে। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তিতে জানান হয়, শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ২ টায় রাজপাড়া থানা পুলিশ ভাটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী রাকিবকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত ছিনতাইকারীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।