নিজস্ব প্রতিবেদক:
পঞ্চম দফায় বিএনপির ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচি বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়েছে। তবে অবরোধের কোনো প্রভাব নেই রাজশাহীতে। নগরী ও জেলা উপজেলায় সব ধরনের যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবে। চাঁপাই-রাজশাহী-নাটোর মহাসড়কে চলছে বাস ও পণ্যবাহী ট্রাক।
বুধবার (১৫ নভেম্বর) সকাল থেকে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সর্বত্র সব ধরনের যানবাহন চলছে স্বাভাবিকভাবে। নগরীর ভদ্রা থেকে ছেড়ে যাচ্ছে আন্তজেলা বাস। সেখানকার বাস কাউন্টারের কর্মীরা জানান, রাজশাহী থেকে রংপুর, পাবনা, যশোর ও বগুড়া রুটের গাড়ি ছেড়ে যাচ্ছে প্রতি ঘণ্টায়, তবে যাত্রী সংখ্যা কম। স্বাভাবিকভাবেই চলছে দূরপাল্লার বাস।
এদিকে, রাজশাহী নগরীতে সব ধরনের গণপরিবহন চলাচল করছে স্বাভাবিকভাবে। নগরীর সাহেববাজার, তালাইমারী, ভদ্রা, শিরোইল, কাদিরগঞ্জ, বর্ণালীর মোড়, লক্ষীপুরসহ বিভিন্ন এলাকায় স্বাভাবিক দিনের মতো যান চলেছে। বিভিন্ন এলাকায় যানজটও লক্ষ্য করা গেছে। যাত্রীবাহী বাস ও গণপরিবহনের পাশাপাশি নগরী ও আন্তজেলা মহাসড়কে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য যানবাহনও স্বাভাবিকভাবে চলাচল করছে। নগরীর কোথাও অবরোধের সমর্থনে মিছিল পিকেটিং-এর খবর পাওয়া যায়নি।