নিজস্ব প্রতিবেদক:
বিএনপি ও জামায়াতের ডাকা তিনদিনের অবরোধে চলবে সব ধরনের যান। এই তিনদিন স্বাভাবিক ভাবে বাস-ট্রেন ও পণ্যবাহী ট্রাক।
রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার সারা দেশে তিনদিনের (৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর ) সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এদিন নগরী থেকে সব বাস চলাচল করবে বলে জানিয়েছে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ। গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে স্বাভাবিক ভাবে চলবে বাস। নগরীর বিভিন্ন যায়গা থেকে বাসগুলো ছেড়ে যাবে। দুরপাল্লাসহ সব বাস কোম্পানীকে ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, রাজশাহী থেকে যেসকল ট্রেন ছেড়ে যায় তার সব টিকিট ১০ আগে থেকেই বিক্রি হয়ে আছে। সকাল থেকে সব ট্রেন চলবে। তিনদিন ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।