শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই), রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকেলে রাজশাহীর কোর্ট স্টেশন এলাকায় এই ইফতার বিতরণ কর্মসূচি পালিত হয়।
এতে অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই-এর রাজশাহী জেলা শাখার সভাপতি তৌফিক আহসান টিটু, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌ. জুনায়েদ আহমেদ, নারী উদ্যোক্তা মৌসুমী আক্তার ও আসমানী খাতুন। সভাপতিত্ব করেন জেসিআই রাজশাহীর লোকাল প্রেসিডেন্ট ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসায় জেসিআই-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সমাজের বিভিন্ন বৈষম্য ও দারিদ্র্যতা দূরীকরণে আরও বেশি ভূমিকা রাখার আহবান জানান। উল্লেখ্য, জেসিআই রাজশাহীর পক্ষ থেকে ইতিপূর্বেও ৪ দিন পথচারী ও যাত্রীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।