রাজশাহীতে ইংলিশ প্রাইমারি টেস্টের উদ্বোধন

আপডেট: জুন ১১, ২০২৪, ৭:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী মহানগরীতে ইংলিশ শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রজেক্ট হেডওয়ে এবং ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে ফাউন্ডেশন ইংলিশ টেস্ট এবং প্রাইমারি ইংলিশ টেস্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুর ১২টায় রাজশাহীর প্রজেক্ট হেডওয়ে এবং ব্রিটিশ কাউন্সিল অফিসের হলরুমে এ সেশনের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফইটির গ্লোবাল প্রোডাক্ট ম্যানেজার মিরিয়াম সেবেরি, কমার্শিয়াল ডেভেলপমেন্ট ম্যানেজার শেয়রেন অং, ব্রিটিশ কাউন্সিলের বিজনেস পারসুইট ম্যানেজার তাবাচ্ছুম চৌধুরী, প্রজেক্ট হেডওয়ের ডিরেক্টর পাল বিশ্বাস, জেনারেল ম্যানেজার শারমিন সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন, রাজশাহী মহিলা পলিটেকনিকের ইন্সটিটিউিটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মিজানুর রহমানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে এফইটি উপর গ্লোবাল টিমের সেশন, টিচার্স ট্রেইনিং সেশন, স্টুডেন্ট কিউএ সেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।