রাজশাহীতে ইন্দো-বাংলা ফ্রেন্ডশীপ টেনিস প্রশিক্ষণ ক্যাম্প শুরু

আপডেট: মে ২৮, ২০২৩, ১১:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে ইন্দো-বাংলা ফ্রেন্ডশীপ টেনিস প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। রোববার (২৮ মে) বিকেলে এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে কলকাতার বেঙ্গল টেনিস এ্যাসোসিয়েশনের দক্ষ কোচদের অধিনে এই প্রশিক্ষণ দেয়া হবে। এই প্রশিক্ষণ আগামী ৩০ মে পর্যন্ত চলবে। এই তথ্য এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মো. এহসানুল হুদা দুলু’র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, আগামী ৩১ মে থেকে ১ জুন পর্যন্ত দুই দেশের জুনিয়র খেলোয়াড়দের নিয়ে জুনিয়র টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এছাড়াও ১জুন থেকে ৩ জুন পর্যন্ত সিনিয়র খেলোয়াড়দের নিয়ে ভ্যাটার্নস টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বেঙ্গল টেনিস এ্যাসোসিয়েশনের এ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ মৌসুমী চক্রবর্তীর নেতৃত্বে এ্যাসোসিয়েশনের ১২ জন জুনিয়র টেনিস খেলোয়াড়, ৩ জন কোচ, ১জন ফিটনেস ট্রেনার, ১ জন অফিসিয়াল, ৪ জন অভিভাবকসহ মোট ২১ জনের দল এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স রাজশাহীতে এসেছেন। উল্লেখ্য যে, আগামী ১ জুন বিকাল ৫ ঘটিকায় “ইন্দো-বাংলা ফ্রেন্ডশীপ টেনিস টুর্নামেন্ট-২০২৩” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি জনাব খালিদ মাহমুদ চৌধুরী, এমপি। উক্ত দিনে প্রধান অতিথির উপস্থিতিতে বেঙ্গল টেনিস এ্যাসোসিয়েশন, কলকাতা ও এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স রাজশাহীর মধ্যে এমওইউ চুক্তি স্বাক্ষরিত হবে। “ইন্দো-বাংলা ফ্রেন্ডশীপ টেনিস টুর্নামেন্ট-২০২৩” এর পৃষ্ঠপোষকতায় আছেন বাংলাদেশ টেনিস প্লেয়ার্স ফোরাম ও মিডিয়া পার্টনার হিসেবে আছেন এটিএন বাংলা। টুর্নামেন্টের সবগুলো খেলা এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স রাজশাহীতে অনুষ্ঠিত হবে।