রাজশাহীতে এক মিনিট আলো নিভিয়ে নীরবতা পালিত

আপডেট: মার্চ ২৫, ২০২৩, ১১:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


ভয়াল সেই ‘কালরাত’ স্মরণে এক মিনিট আলো নিভিয়ে নীরবতা কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টায় রাজশাহীতে এই কর্মসূচি পালিত হয়েছে।

জানা গেছে, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে ঢাকায় মুক্তিকামী ছাত্র-জনতা থেকে শুরু করে ঘুমন্ত নিরীহ মানুষকে নির্বিচারে হত্যার জন্য ট্যাংক ও সাঁজোয়া বহর নিয়ে পথে নামে পাকিস্তান সেনাবাহিনী। ওই রাতে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গণহত্যার শিকার হয় লাখো মানুষ।

ভয়াল সেই ‘কালরাত’ স্মরণে রাতে দেশব্যাপী এক মিনিট নীরবতা পালনের কর্মসূচি নিয়েছে সরকার। তাই রাত সাড়ে ১০টায় সব আলো নিভিয়ে সারা দেশের মানুষ এ নীরবতা পালন করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ