মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:রাজশাহী নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এণ্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগরীর রাজপাড়া মতিহার, শাহ্ মখ্দুম ও চন্দ্রিমা থানার আয়োজনে ৮ম বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। শনিবার (১০ ফেব্রুয়ারি) দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পর্যায়ক্রমে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও কয়েকদিন পূর্বে বোয়ালিয়া থানা কমিটির আয়োজনে একই ধরনের আয়োজন করা হয়েছিলো। আগামী সোমবার কাশিয়াডাঙ্গা থানা কমিটির আয়োজনে ৮ম বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে সোসাইটি সূত্রে জানা গেছে।
এনবিকেপিএসএস পর্যায়ক্রমে প্রতিটি থানায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এণ্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহীর সভাপতি গোলাম সারওয়ার স্বপন। স্ব স্ব থানার কমিটির সভাপতির সভাপতিত্বে সকল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এণ্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহীর সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সচিব ফারুক হোসেন ও অর্থ সচিব আলমগীর হোসেন। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডেও কাউন্সিলর, প্রতিটি থানা কমিটির সচিব, সাংগঠনিক সম্পাদক, অন্যান্য সদস্য, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।