রাজশাহীতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’

আপডেট: জুলাই ৬, ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে ‘জুলাই বিপ্লবের’ আলোকে একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ার লক্ষ্য নিয়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামক এক কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘শাসক বা আমলা নয়, জনগণই নিজেদের ভাগ্য নির্ধারণ করবে’- এই বিশ্বাসকে সামনে রেখে দলটি দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ থেকে পদযাত্রা নিয়ে রাজশাহীর রাজপথে নামছে। এর আগে শনিবার (৫ জুলাই) বিকেলে নগরীর এনসিপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা এই কর্মসূচির ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে দলের রাজনৈতিক দর্শন ও কর্মসূচির উদ্দেশ্য ব্যাখ্যা করে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী।

তিনি বলেন,“আমরা বিশ্বাস করি, এই দেশের ভবিষ্যৎ জনগণই গড়বে। কোনো শাসকগোষ্ঠী বা আমলারা নন, জনগণ নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করবে। আমরা জনগণের সেই শক্তিকে জাগিয়ে তুলতে এবং তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষার কথা শুনতে তাদের দোরগোড়ায় যাচ্ছি। এই পদযাত্রা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দেশ গড়ার একটি গণসংযোগ।”

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করাই এই পদযাত্রার মূল উদ্দেশ্য। এর মাধ্যমে সাধারণ মানুষের স্বপ্ন, আকাক্সক্ষা ও ক্ষোভের কথা শোনা হবে এবং তাদের সংগঠিত করে একটি গণমুখী রাজনৈতিক ধারা তৈরির চেষ্টা করা হবে।

জুলাই পদযাত্রার বিষয়ে তিনি বলেন, আজ রোববার (৬ জুলাই) দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে পদযাত্রাটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রবেশ করবে এবং সেখানে একটি পথসভার মাধ্যমে জেলার কর্মসূচি শুরু হবে। এরপর বিকেল সাড়ে ৩টায় রাজশাহী মহানগরীর রেলগেট থেকে মূল পদযাত্রা শুরু হবে। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক-নিউমার্কেট, রানীবাজার, সাহেববাজার, আলুপট্টি, রাজশাহী কলেজ ও গণকপাড়া প্রদক্ষিণ করে ঐতিহাসিক জিরোপয়েন্টে একটি সমাবেশের মাধ্যমে শেষ হবে।

এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কাটাখালি পৌরসভা এলাকায় পৃথক পথসভা এবং মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নেতারা।
তিনি আরও জানান, এই দেশব্যাপী পদযাত্রার সূচনা হয়েছিল পহেলা জুলাই রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে, যা পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা প্রদক্ষিণ করছে। এসময় তিনি রাজশাহীর সকল প্রগতিশীল, গণতন্ত্রকামী ও সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে পদযাত্রায় অংশ নিয়ে ‘জুলাই বিপ্লবের’ চেতনাকে বেগবান এবং কর্মসূচি সফল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরের যুগ্ম সমন্বয়কারী আল আসরারুল ইমাম তানিম, রাজশাহী জেলা যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক হযরত আনাস এবং জেলার যুগ্ম সমন্বয়কারী শামীমা সুলতানা মায়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ