মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী শিক্ষা বের্ডে এবারো এইচএসসি পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েরা পাসের হারে এগিয়ে আছে। তবে জিপিএ-৫ এ মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে। গতকাল রোববার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে ফলাফল প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার।
রাজশাহী বোর্ডে এবার পাসের হার ৭১ দশমিক ৩০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৯৪ জন শিক্ষার্থী।
তরুণ কুমার বলেন, এবার পরীক্ষায় অংশ নেয় ৬৭ হাজার ৬২ জন ছেলে ও ৫৪ হাজার ৭৭৪ জন মেয়ে। এর মধ্যে ছেলেদের পাসের হার ৬৭ দশমিক ৪৬ ও মেয়ে শিক্ষার্থী পাসের হার ৭৬ দশমিক ১ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৩৯ জন ছেলে ও ২ হাজার ৩৫৫ জন মেয়ে।
গত বছর মেয়েদের পাসের হার ছিল ৭৮ দশমিক ৭০ শতাংশ। আর ছেলেদের পাসের হার ৭২ দশমিক ৭১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৫৮০ জন ছেলে ও ২ হাজার ৪৯৩ জন মেয়ে।