মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :রাজশাহীতে ২০২৪ সালের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় দিচ্ছে ৪০ হাজার ১৬৬ জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হয়েছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা।
রাজশাহী জেলায় এসএসসি পরীক্ষায় মোট ৮৮টি পরীক্ষা কেন্দ্রে ৪০ হাজার ১৬৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এরমধ্যে এসএসসি শিক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার ২০৪ জন, দাখিল শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৫৮৭ এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৪ হাজার ৩৭৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
এবিষয়ে জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, রাজশাহী জেলায় ২০২৪ সালের এসএসসি পরীক্ষা দিচ্ছে ৪০ হাজার ১৬৬ শিক্ষার্থী। ইতোমধ্যে এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি গ্ৰহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রের জন্য ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নকলের ব্যাপারে যথারীতি জিরো টলারেন্স রয়েছে।