রাজশাহীতে কারফিউ শিথিলের সময়সীমা বাড়লো

আপডেট: জুলাই ২৮, ২০২৪, ১০:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে জনসাধারণের একক বা সংঘবদ্ধভাবে সকল প্রকার চলাচলের উপর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সান্ধ্য আইন (কারফিউ) এর সময়সীমা বাড়ানো হয়েছে।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে আরএমপি জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ, রাজনৈতিক শাখা-২ এর অনুসরণে রাজশাহী মেট্রোপলিটন এলাকার শান্তি-শৃঙ্খলা, জনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে জারিকৃত সান্ধ্য আইন (কারফিউ) ২৯ জুলাই ২০২৪ সোমবার সকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত শিথিল করা হয়েছে। তবে রাত ৮ টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সান্ধ্য আইন (কারফিউ) অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরআগে, গত ২৮ জুলাই কারফিউয়ের সময়সীমা ছিলো সকাল ৮ টা থেকে ৬ টা পর্যন্ত ছিলো। এদিকে, কারফিউ শিথিল হওয়ায় খুলছে দোকানপাট। জমে উঠছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কেনাকাটা। ঘুরছে গাড়ির চাকাও। এতে স্বাভাবিক হচ্ছে রাজশাহীবাসীর জীবনযাত্রা।

রাজশাহীতে তেমন কোনো সহিংস পরিস্থিতি সৃষ্টি না হলেও কারফিউয়ের কারণে স্থবির হয়ে পড়ে সবকিছু। সহিংসতা রুখতে সরকারের কারফিউ ও সেনা মোতায়েনের সিদ্ধান্তের পর নগরজুড়ে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিলো ব্যাপক। এখনো পুলিশের তৎপরতা রয়েছে।
রোববার কারফিউ পরিস্থিতি পর্যবেক্ষণে দেখা যায়, দোকানপাট খুলতে শুরু করেছে। বেচাকেনাও স্বাভাবিক হতে শুরু করেছে। রাস্তাতেও মানুষের চলাচল অনেকটাই স্বাভাবিক ছিলো। নগরীর সাহেববাজার, কোর্ট বাজার, ভদ্রা এলাকায় প্রচুর মানুষের সমাগম ছিলো। অফিস-আদালত ও ব্যাংকেও মানুষের উপস্থিতি ছিলো প্রচুর।