রাজশাহীতে গণতন্ত্র মঞ্চের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

আপডেট: মে ১১, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহীতে গণতন্ত্র মঞ্চের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মে) বিকাল সাড়ে ৩টায় নগরীর গণকপাড়ায় একটি নভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিমের সভাপতিত্বে ও গণসংহতি আন্দোলন রাজশাহী জেলার আহবায়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ ও শফিকুর রহমান বাবরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ-সম্পাদক সাইফুল হক,

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও মঞ্চের বর্তমান-সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাড. হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সাধারণ-সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম-সদস্য আবদুর রউফ মান্নান, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম-আহ্বায়ক বাবুল বিশ্বাস প্রমুখ।