বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে জাতীয় গণহত্যা দিবসে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, স্মৃতিচারণ ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫মার্চ) সন্ধ্যায় গণহত্যা দিবসের প্রথম প্রহরে নগরীর টি বাঁধ এলাকায় বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।
এরপর, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন, রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. জাকীর হোসেন, জেলা প্রশাসক আব্দুল জলিল, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী প্রমুখ।