রাজশাহীতে ঘোষণা দিয়েও মাঠে নেই বিএনপি

আপডেট: জুলাই ২৭, ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে কর্মসূচির ঘোষণা দিয়েও মাঠে দেখা মিলেনি বিএনপির। এমনকি শুক্রবার (২৬ জুলাই) জুমার নামাজে নগরীর মসজিদে মসজিদে বিশেষ দোয়া করার কথা ছিল তাও হয়নি। এদিন জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল করার কথা ছিল তাও করেনি বিএনপি নেতারা।

বৃহস্পতিবার (২৬ জুলাই) রাতে ‘রাজশাহী মহানগর বিএনপি’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির কথা জানিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দফতরে সংযুক্ত) আরিফুল শেখ বনি। তিনিই মহানগর বিএনপির বিভিন্ন কর্মসূচির কথা সাংবাদিকদের জানান এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠান।

বৃহস্পতিবার রাতে বনির বার্তায় বলা হয়- কোটা সংস্কার আন্দোলনে নিহতদের জন্য শুক্রবার জুমার নামাজের পর মসজিদে মসজিদে দোয়া করা হবে। এরপর তাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ হবে।

এবিষয়ে কথা বলার জন্য আরিফুল শেখ বনির মুঠোফোনে একাধিক বার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশা দাবি করেছেন, এটি মহানগর বিএনপির কর্মসূচি নয়। তিনি বলেন, এটা কোটা সংস্কার আন্দোলনকারীদের কর্মসূচি ছিল। বনি হোয়াটসঅ্যাপ গ্রুপে কর্মসূচির ঘোষণা দিয়েছিল। আবার সে সেটা গ্রুপ থেকে প্রত্যাহার করেছে নিয়েছে।

বিএনপির কর্মসূচি ‘প্রতিহত করতে’ প্রস্তুত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জুমার নামাজের আগে তারা নগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এরপর তারা সাহেববাজার বড় মসজিদের সামনে যান। মসজিদে দলের সভাপতিম-লীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন জুমার নামাজ আদায় করেন।

অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত ছিল পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীও। মসজিদে মসজিদে বিএনপির এমন কর্মসূচির কথা শুনে জুমার নামাজের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা যায়। নগরীর বিভিন্ন মসজিদের সামনে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছিলেন। এছাড়া সাহেববাজার বড় মসজিদের সামনে ছিলেন সেনাবাহিনীর সদস্যরা। তবে শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ