শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
ডিয়ন চকলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ-২০১৬, পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার এর রাজশাহী বিভাগের প্রাথমিক অডিশন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। রাজশাহী বিভাগ থেকে যে সকল ক্ষুদে শিল্পী বন্ধুরা রেজিস্ট্রেশন করেছে তাদেরকে প্রাথমিক অডিশনের প্রস্তুতি নিয়ে সকাল ৯ টায় রাজশাহী শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।
যারা ইতোমধ্যে রেজিষ্ট্রেশন করতে পারেনি তারা অডিশনের দিন রেজিস্টেশন করে অডিশনে অংশগ্রহণ করতে পারবে, প্রতিযোগীদের বয়সসীমা ১২ বছরের মধ্যে। ২৯ নভেম্বর ২০১৬ থেকে ডিয়ন চকলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ-২০১৬ পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার প্রচার শুরু হয়েছে। প্রতি সোম ও মঙ্গলবার রাত ৮ টায়, শুধুমাত্র চ্যানেল আইতে প্রচারিত হয়। প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা এবং ব্যান্ড তারকা এসআই টুটুল। উপস্থাপনা করবেন, মীম চৌধুরী। অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনা করবেন, ইজাজ খান স্বপন। পুরো অনুষ্ঠানটি স্পন্সর করেছেন ডিয়ন অ্যালমন্ড চকলেট বার।