মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী যুবলীগ নেতা বাপ্পি চৌধুরী রনিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটের দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রনি রাজশাহী মহানগরের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
এক বার্তায় র্যাব জানায়, গত ৫ আগস্ট রাজশাহীর আলুপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণ করেন বাপ্পি চৌধুরী রনি। এই ঘটনায় অস্ত্রধারী সন্ত্রাসী রনিকে রাত ১টা ৩০ মিনিটের দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব।