মঙ্গলবার, ১৭ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৩ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে এবার জনপ্রতি সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। ৩০ টাকা কেজি দরে এক কেজি ৬৫০ গ্রাম আটার মূল্য হিসেবে এই ফিতরা নির্ধারিত হয়েছে। তবে কিসমিস বা খেঁজুরের দাম ধরেও ফিতরা আদায় করা যাবে।
এছাড়া রাজশাহীর স্থানীয় বাজারে তিন কেজি ৩০০ গ্রাম খেঁজুর অথবা সমপরিমাণ কিসমিসের মূল্যে ফিতরা আদায় করা যাবে। এ হিসেবে কিসমিসের দাম প্রতিকেজি ২৬০ টাকা ধরে ৮৫৮ টাকা অথবা খেঁজুর প্রতিকেজি ২০০ টাকা ধরে ৬৬০ টাকায় ফিতরা আদায় করা যাবে।
রাজশাহীতে এবারের ফিতরা নির্ধারণ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর নগরীর দরগাপাড়া এলাকার জামেয়া ইসলামিয়া শাহমখদুম মাদ্রাসায় এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় রাজশাহী ও এর আশপাশের এলাকার জন্য এই ফিতরা নির্ধারণ করা হয়। রাজশাহীতে গত বছরও সর্বনি¤্ন ফিতরা ছিল ৫০ টাকা।
এবারের ফিতরা নির্ধারণী সভায় সভাপতিত্ব করেন জামেয়া ইসলামিয়া শাহমখদুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাত আলী।
সভায় রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সালাহউদ্দিন ও বাংলাদেশ বেতারের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক হাসান আক্তারসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, ওলামায়ে কেরাম, মুফতি, মুহাদ্দিস এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।