নিজস্ব প্রতিবেদক:
‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’ এর তাৎপর্য উল্লেখ্য পূর্বক জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই দুর্যোগ মোকাবলায় আমাদের সম্মিলিত ভাবে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে দুর্যোগ সহনীয় ব্যবস্থা গড়ে তুলেছেন। সেই লক্ষ্যে বন্যা প্রবণ এলাকায় আশ্রায়ন কেন্দ্র , মুজিব কেল্লাসহ নানা ব্যবস্থা ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।
জেলা প্রশাসক আব্দুল জলিল আরো বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পারিবর্তনের ফলে নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি ভৌগোলিক কারণেও বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন, খরা, অগ্নিকা-, ভূমিধস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ এদেশের জনজীবনে নিত্যদিনের ঘটনা। জলবায়ু পরিবর্তনজনিত কারণে দুর্যোগের সংখ্যা ও ভয়াবহতা বহুলাংশে বেড়েছে। সিসমিক জোনে অবস্থিত হওয়ায় এ দেশটি ভূমিকম্পের ঝুঁকিতেও আছে। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বহির্বিশ্বে রোল মডেল বিবেচিত হলেও ভূমিকম্পসহ অন্যান্য দুর্যোগে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের প্রয়োজনীয়তা রয়েছে। এ জন্য জাতীয় পর্যায়ে দিবসটি উদযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে জানান তিনি।
রাজশাহী জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের আয়োজিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সালাহ উদ্দীন আল ওয়াদুদ। এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ স্কাউটস, রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাক ও কারিতাসের রাজশাহীর প্রতিনিধিবৃন্দ।
এসময় উপস্থিত বক্তারা বলেন- প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখতে বেসরকারি সংস্থা, সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণকে সচেতন করাই এই দিবসটি পালনের লক্ষ্য। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনায় দেশের অর্জনের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।
উল্লেখ্য, এর আগে ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এছাড়াও গতকাল রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুল মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগিতায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার আয়োজন করা হয়।