রাজশাহীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ট্রলিচালক নিহত

আপডেট: অক্টোবর ৯, ২০২৪, ১০:৪৯ অপরাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধি


রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক ট্রলিচালক নিহত হয়েছেন। বুধবার (৯ অক্টোবর) ভোরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার উদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রলিচালকের নাম মাসুদ রানা (৪২)। তিনি রাজশাহী নগরীর হড়গ্রাম এলাকায় বাসা। এ দুর্ঘটনায় ট্রলিতে থাকা ইটভাটার আরও দুই শ্রমিক আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, সকালে ইটবোঝাই ট্রলির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান চালক মাসুদ রানা। আহত হন অন্য দুই শ্রমিক। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই পুলিশ পরিদর্শক।

এ বিভাগের অন্যান্য সংবাদ