সোমবার, ১৬ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ২ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। একদিনের ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে এক দশমিক ৫ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে দশমিক ৪ ডিগ্রি।
রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, শনিবার (২৯ জানুয়ারি) রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৯ ডিগ্রি সেরসিয়াস। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দমমিক ৬ ডিগ্রি। শুক্রবার (২৮ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দমমিক ১ডিগ্রি।
তিনি আরো বলেন, আকাশে মেঘ নেই। তেমন কুয়াশাও নেই। সেই হিসেবে রোববার (৩০ জানুয়ারি) তাপমাত্রা কমতেও পারে। তাপমাত্রা কমলে বেশি শীত অনুভূত হবে।