সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
মুজিব শতবর্ষ উপলক্ষে আগামী ২৬ জানুয়ারি হতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু কাপ বক্সিং প্রতিযোগিতা। নগর ভবন গ্রীণ প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের সার্বিক সহযোগিতায় রাজশাহী জেলা বক্সিং সমিতির উদ্যোগে এই এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ২৬ জানুয়ারি দুপুর ২টায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রতিযোগিতা চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।
রাসিকের ১৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জেলা বক্সিং সমিতির সভাপতি তৌহিদুল হক সুমনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ, বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশন, ঢাকা এর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম তুহিন, জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহীর সাধারণ সম্পাদক মো. ওয়াহেদুন্নবী অনু, রাসিকের ক্রীড়া স্থায়ী কমিটির সভাপতি ও ১৩নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল মোমিন, মুসলিম গ্রুপ অব ইন্ডাষ্ট্রির চেয়ারম্যান মো. মাসুম সরকার। সঞ্চালনা করবেন জেলা বক্সিং সমিতির সম্পাদক মো. শফিউল আজম মাসুদ।
উল্লেখ্য, বিকেএসপি, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী সিটি করপোরেশনসহ বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশন এর এফিলিয়েটেড ক্লাব সমূহ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।