রাজশাহীতে তৈরি হবে বিশ্বমানের সফটওয়্যার : পলক || বঙ্গবন্ধু সিলিকন সিটির যাত্রা শুরু

আপডেট: জানুয়ারি ১৪, ২০১৭, ১২:১৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, রাজশাহীতে নির্মিত হতে যাওয়া বঙ্গবন্ধু সিলিকন সিটিতে বিশ্বমানের সফটওয়্যার তৈরি হবে। এই সফটওয়্যার বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হবে। বঙ্গবন্ধু সিলিকন সিটিকে ঘিরে বিদেশি বেশকিছু নামি-দামি প্রতিষ্ঠান এরই মধ্যে সরকারের সঙ্গে যোগাযোগ করছে।
গতকাল শুক্রবার বিকেলে এই হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পলক বলেন, বঙ্গবন্ধু সিলিকন সিটির নির্মাণ শেষে এখানে ১৪ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তবে এখানে রাজশাহীর সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক লাখ শিক্ষার্থীকেই প্রশিক্ষণ দিয়ে তথ্য-প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা হবে।
তিনি বলেন, ২০২১ সাল নাগাদ রাজশাহীকে সারা বিশ্ব চিনবে এই বঙ্গবন্ধু সিলিকন সিটির মধ্য দিয়ে। ভারতের ব্যাঙালোর, আমেরিকার সানফ্রান্সিসকো ও ক্যালিফোর্নিয়ার সিলিকন সিটির মতো বঙ্গবন্ধু সিলিকন সিটিতেও বিশ্বমানের সফটওয়্যার তৈরি হবে। শুধু মেধার বিকাশ ঘটিয়ে রাজশাহীর আর্থসামাজিক উন্নয়ন করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে মোট ২৮টি হাই-টেক পার্ক নির্মাণ করা হবে। রাজশাহীর এই বঙ্গবন্ধু সিলিকন সিটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হলো। সারাদেশের শিক্ষিত তরুণ-তরুণীদের তথ্য-প্রযুক্তিতে দক্ষ করে তোলা হবে। তারা তৈরি করবে বিশ্বমানের সফটওয়্যার ও ওয়েবসাইটসহ নানা প্রযুক্তি পণ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বিগত জামায়াত-বিএনপি সরকারের সময় উত্তরাঞ্চল পিছিয়ে ছিলো। উত্তরাঞ্চলের উন্নয়নের ব্যাপারে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার আগ্রহী ছিলো না। কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষম উন্নয়নে বিশ্বাস করেন। আর এ কারণেই তিনি উত্তরাঞ্চলের উন্নয়নের বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। আর অগ্রাধিকার ভিত্তিতেই এ কারণে বঙ্গবন্ধু সিলিকন সিটি যাত্রা শুরু করলো।
লিটন বলেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সাধারণ মানুষকে ১০টাকা কেজি দরে চাল খাওয়াবেন। তিনি তার প্রতিশ্রুতি রেখেছেন। সাধারণ মানুষকে ১০ টাকা কেজি দরে চাল সরবরাহ করা হয়েছে। একসময় বিদেশ থেকে চাল আমদানি করতে হত। কিন্তু এখন বিদেশে চাল রফতানি করা হয়। এমনকী নেপালের প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশ চাল দিয়ে তাদের সহযোগিতা করেছে। তাই শুধু কৃষি নয়, প্রতিটি সেক্টরেই দেশের অভুতপূর্ব উন্নয়ন ঘটেছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই এ উন্নয়ন সম্ভব হয়েছে। দেশের মানুষ প্রধানমন্ত্রীর ওপর বিশ্বাস রাখেন, উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
বঙ্গবন্ধু সিলিকন সিটির জন্য নির্ধারিত স্থানে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিন, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হোসনে আরা বেগম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

এ বিভাগের অন্যান্য সংবাদ