রাজশাহীতে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

আপডেট: অক্টোবর ৯, ২০২৪, ১১:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


রাজশাহীতে বেতন স্কেল দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ রাজশাহী বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

বুধবার (৯ অক্টোবর) বেলা ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে রাজশাহী বিভাগের আটটি জেলাসহ বিভিন্ন উপজেলা থেকে আসা কয়েকশত সহকারী শিক্ষক অংশ নেন।

মানববন্ধনে শিক্ষকেরা বলেন, শিক্ষকেরা হলেন জাতি গড়ার কারিগর। তারা কেন এখনও ১৩তম গ্রেডে তৃতীয় শ্রেণির কর্মচারী হয়ে পড়ে রইবেন? এই গ্লানি তারা আর বইতে পারছেন না। দশম গ্রেডে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মর্যাদা পাওয়া তাদের অধিকার। তাদের এ যোগ্যতা রয়েছে। কিন্তু বিগত সব সরকারের আমলে প্রাথমিকের শিক্ষকেরা লাঞ্ছিত, বঞ্ছিত, অবহেলিত হয়েছেন। এবার তাদের দশম গ্রেড বাস্তবায়ন না হলে তারা ঘরে ফিরে যাবেন না।

মানববন্ধনে বক্তব্য দেন, শিক্ষক সমন্বয়ক সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, গোলাম আরিফ, সাহানা মান্নান, সামাউল সরকার, কে এম ইতরাৎ হামিদ, নূর মাস্তর ইবনে যোবাইর, সুমন কুমার তরফদার, গোলাম কিবরিয়া রয়েল, হাসিবুল ইসলাম রায়হান, বকুল হোসেন, আব্দুল্লাহ ফারুক,শামীম আহমেদ, আরিফুর রহমান মিঠু,আমিনুর ইসলাম, রানা আহমেদ,তায়েজুল ইসলাম, গোলাম মাওলা, শরিফুল ইসলাম, তানোরের সহকারী শিক্ষক মতিউল ইসলাম শিশির, রাজশাহী পিটিআইয়ের শিক্ষক রুহুল আমিন, ফজলুর রহমান প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ