রাজশাহীতে দুই মাসে ৫৫ জন নারী-শিশু নির্যাতিত

আপডেট: মে ৩১, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহীতে গত এপ্রিল ও মে মাসে ৫৫ জন নারী ও শিশু বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। এরমধ্যে ৩৮ শিশু ও নারী ১৭ জন। শুক্রবার (৩১ মে) বিকেলে উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

লফস জানায়, এপ্রিল ও মে, ২০২৪ মাসে কিছু ঘটনার মধ্যে নগরীতে ১৮ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার, বাঘা উপজেলায় স্কুল ছাত্রী (১৪) ধর্ষণের শিকার, দুর্গাপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, পুঠিয়া উপজেলায় বেদেনা (৬০) নামে এক নারীকে হত্যা, নগরীতে এক নারী যৌন হয়রানির শিকার, বাঘা উপজেলায় রেহেনা (৫২) নামে এক নারীকে হত্যা, পবা উপজেলায় তানভীর হোসেন তাসিন (১৩), আবির ইসলাম শান্ত (১২) নামে দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজের ঘটনা ঘটে।

লফস’র নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায়। রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশাজনক। রাজশাহী অঞ্চলে নারী- শিশু নির্যাতন সহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version