রাজশাহীতে নবোদয় পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

আপডেট: মে ২৪, ২০২৪, ১০:০১ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী নবোদয় পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শুক্রবার (২৪ মে) দুপুরে নগরীর পার্ক এলাকার একটি কমিউনিটি সেন্টারে নবোদয় পাবলিক স্কুলে আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট এসোসিয়েশন রাজশাহী বিভাগীয় সভাপতি গোলাম সারওয়ার স্বপন। সভাপতিত্ব করেন নবোদয় পাবলিক স্কুলের সভাপতি জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট এসোসিয়েশন মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্য ও শাহ্ মখ্দুম থানার সভাপতি শেখ সাদী মোহাম্মদ আলী, সমাজ সেবক এডভোকেট মোকলেসুর রহমান, কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট এসোসিয়েশন রাজশাহী মহানগর শাখার সচিব ফারুক হোসেন, অর্থ সচিব আলমগীর হোসেন, সমাজ সেবক এরফান আলী, রাজশাহী সিটি কলেজ অবসরপ্রাপ্ত অধ্যপাক খায়রুল আলম ও নবোদয় পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিবা খাতুন।

প্রধান অতিথি বলেন, এই প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছেন। তিনি বলেন, মাত্র তিন বছরে এই প্রতিষ্ঠান অনেক এগিয়ে গেছে। এখান থেকে বৃত্তি পাচ্ছে। আগামীতে আরো বেশী পাবে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সর্বদা কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট এসোসিয়েশন ভূক্ত সকল প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করে যাচ্ছেন। আগামীতেও করবেন বলে আশাব্যাক্ত করেন তিনি। সেইসাথে শিক্ষার্থীদের ভালভাবে লেখাপড়া করানোর জন্য পরামর্শ দেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ