রাজশাহীতে নাট্যগ্রন্থ ‘ত্রিকালাখ্যান’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আপডেট: মার্চ ১০, ২০২৩, ১১:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী লেখক পরিষদের আয়োজনে লেখক আহসান কবীর লিটনের নাট্যগ্রন্থ ‘ত্রিকালাখ্যান’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) বিকেলে নগরীর শাহমখদুম ডিগ্রি কলেজ শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর নাট্যজন মলয় ভৌমিক।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন রাজশাহী লেখক পরিষদের সভাপতি প্রফেসর রুহুল আমিন প্রামাণিক।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী লেখক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. তসিকুল ইসলাম রাজা। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, রাজশাহী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকার, ভোর হলো রাজশাহীর সভাপতি নাট্যজন কামার উল্লাহ সরকার, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত প্রমুখ।

উল্লেখ্য, ‘ত্রিকালাখ্যান’ একটি নাট্যগ্রস্থ। বইটিতে ত্রিকালাখ্যান, অরণ্য ও কোথায় বা যাচ্ছি এই তিনটি নাটক রয়েছে। বইটি প্রকাশ করেছে ‘যুক্ত’ প্রকাশনা। নাট্যচর্চার যে গ্রন্থ’র সঙ্গে আমরা সচরাচর পরিচিত, এ নাট্যগ্রন্থটি একটু আলাদা। একবারে শেষে এসে পাঠকের জন্য বিরাট চমক হয়ে দেখা দেয়। শুধু তা-ই নয়, পাঠ শেষে মনকে অনেকক্ষণ আবিষ্ট করে রাখে। ১২৮ পৃষ্ঠার বইটির মূল্য ৪২৫ টাকা। প্রচ্ছদশিল্পী আইয়ুব আল আমিন।