রাজশাহীতে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে এডভোকেসি ও পরিকল্পনা সভা

আপডেট: জুন ৬, ২০২৪, ১:৩৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


রাজশাহী ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের আয়োজনে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার শাখার পরিচালক পারভেজ রায়হান।

ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনোয়ারুল কবীর, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিসুর রহমান সরকার, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।

উল্লেখ্য, আলোচনা সভা শেষে, যাকাত তহবিল থেকে ১৫ জন দরিদ্র মানুষের মাঝে ১ লাখ ৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ