রাজশাহীতে পাঁচ ঘণ্টা কর্মবিরতিতে নার্স ও মিডওয়াইফরা

আপডেট: অক্টোবর ৯, ২০২৪, ১১:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


রাজশাহীতে ফের কর্মবিরতি শুরু করেছেন নার্স ও মিডওয়াইফরা। নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহার করে যোগ্য এবং অভিজ্ঞ নার্স পদায়ন করার দাবিতে তারা এ কর্মবিরতি করছেন।

বুধবার সকাল ৯টা থেকে রাজশাহী মেডিকেলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে পাঁচ ঘণ্টা কর্মবিরতি পালন করছেন বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মরত নার্সরা। এ কর্মবিরতি চলে দুপুর দুইটা পর্যন্ত। তবে জরুরি বিভাগ, ডায়ালাইসিস, জরুরি অস্ত্রোপচার, আইসিইউ, পিআইসিইউ, এনআইসিইউ এই কর্মসূচির বাইরে ছিল।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ রাজশাহী জেলা আহ্বায়ক মনিরুল ইসলাম বলেন, গত এক মাস ধরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমাদের কর্মসূচি চলছে। তবে দাবি দাওয়া না মানায় আমরা এক দফা এক দাবিতে কর্মবিরতি শুরু করি। ৬ অক্টোবর স্বাস্থ্যসেবা কর্তৃক দুজন নার্সিং কর্মকর্তাকে পূর্ণ দায়িত্বে পদায়নের পরিবর্তে অতিরিক্ত দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়, যা এক দফা এক দাবির পরিপন্থি। তাই আমরা আবারও মাঠে নেমেছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ