শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:রাজশাহী শহরের পানি ও পয়নিস্কাশন ব্যবস্থার উন্নয়নে রাজশাহী ওয়াসা, রাজশাহী সিটি করপোরেশন, রাজশাহী উন্নয়ন কর্তপক্ষসহ সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে মত প্রকাশ করেছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, একাডেমিসিয়ান ও সুশীল সমাজ প্রতিনিধিবৃন্দ।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাজশাহীর হোটেল এক্সএর কনফারেন্স কক্ষে রাজশাহী ওয়াসার আয়োজনে অনুষ্ঠিত ‘প্রি-ফিজিবিলিটি স্টাডি ফর স্যানিটেশন এন্ড সুয়ারেজ মাস্টার প্ল্যান ফর রাজশাহী সিটি জোন-৪’ শীর্ষক এক স্টেকহোল্ডার কর্মশালায় উপস্থিত সুধীজন এ মতামত ব্যাক্ত করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব জাকীর হোসেন। রাজশাহী ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক আল্লাহ হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন ইউনিসেফের রাজশাহী-রংপুর বিভাগের চীফ অফ ফিল্ড অফিস এএইচ তৌফিক আহমেদ, ভারতের ইকোসান ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার ধাওয়াল পাতিল, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউল হক,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইব্রাহিম আদম, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবু সাঈদ, সুশীল সমাজ প্রতিনিধি চৌধুরী সারোয়ার হোসেন সজল, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান পরিছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন প্রমুখ। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় অর্ধ-শতাধিক প্রতিনিধি এ সভায় উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত দেন। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতায় ছিল ইউনিসেফ, ইএসএফ (ভারত) ও দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)।