রাজশাহীতে পিছনে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্যে মতবিনিময় সভা

আপডেট: জুলাই ১৫, ২০২৪, ১:২২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :


রাজশাহীতে পিছনে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্যে সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুলাই) বেলা ১১টায় নগরীর ভিক্টোরিয়া কনভেনশন সেন্টার এন্ড রেস্টুরেন্টে ওয়েভ ফাউন্ডেশন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, কাউকে বাদ দিয়ে নয় জোট রাজশাহীর সভাপতি শাহীন আকতার রেণী।

আলোচনা সভায় ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় ফ্যাসিলিটেটর মানুয়েল টুডু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব, মহিলা বিষয়ক কর্মকর্তা পবা মোসা. হাবিবা খাতুন, কাউকে বাদ দিয়ে নয় জোট রাজশাহীর সহ-সভাপতি ও দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, সহ-সভাপতি মো. ফয়জুল্লাহ চৌধুরী, সহ-সভাপতি পারভী আকতার, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়।

আরো উপস্থিত, বাসসের সিনিয়র সাংবাদিক ড. আয়নাল হক, কাউকে বাদ দিয়ে নয় জোট রাজশাহীর সদস্য মো. লিয়াকত আলী, মোহনা সহ জোটের সকল সদস্যবৃন্দ।