রাজশাহীতে পিছনে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে বিভাগীয় কর্মসংস্থান মেলার উদ্বোধন

আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩, ২:৩৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


রাজশাহীতে পিছনে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে বিভাগীয় কর্মসংস্থান মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে নগরীর কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত শাহ্ ডাইন কনভেনশন সেন্টার ‘কাউকে বাদ দিয়ে নয় জোট রাজশাহীর’ আয়োজনে ও ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় এই মেলাটি অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ মো. হাবিবুর রহমান। সভায় সভাপতিত্ব করেন ‘কাউকে বাদ দিয়ে নয় জোট রাজশাহীর’ সহ-সভাপতি আকবারুল হাসান মিল্লাত।

উল্লেখ্য, রাজশাহীতে পিছনে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশ উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় বিভাগীয় কর্মসংস্থান চাকরি মেলায় স্থানীয় পর্যায়ের চাকরিদাতা ১৩টি ব্যবসায়ী ও উন্নয়ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং শতাধিক পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চাকরিপ্রার্থী অংশগ্রহণ করে।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, ‘কাউকে বাদ দিয়ে নয় জোট রাজশাহীর’ সহ-সভাপতি মো. ফয়জুল্লাহ চৌধুরী, তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষে মরিয়ম বেগম।

স্বাগত বক্তব্য রাখেন, ‘কাউকে বাদ দিয়ে নয় জোট রাজশাহীর’ সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়। প্রকল্পের পক্ষে বক্তব্য রাখেন- ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী অনিরুদ্ধ রায়।#

এ বিভাগের অন্যান্য সংবাদ