বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ থেকে রাজশাহীতে পুলিশ বক্স, আওয়ামীলীগ ও ছাত্রলীগের কার্যালয়ে ভাংচুর চালানো হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা নগরীতে তিনটি পুলিশ বক্সে ভাংচুর চালিয়েছে। এছাড়া ভদ্রা পুলিশ বক্সে আগুন দিয়েছে। এসময় দুটি আওয়ামীলীগ ও একটি ছাত্রলীগের কার্যালয় ভাংচুর চালায় আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) বেলা একটার দিকে নগরীর তালাইমারী, ভদ্রা ও রেলগেট গোরহাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। তবে পুলিশ বক্স ও দলীয় কার্যালয়গুলোতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় রাজশাহী-ঢাকা রুটের যানবাহন চলাচল বন্ধ হয়েছে। ফলে নতুন বাইপাস হয়ে চলাচল করেছে যানবাহনগুলো।
জানা গেছে, প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইনগেটের সামনে অবস্থানের পরে কিছু আন্দোলনকাারী আবার তালাইমারীর দিকে ফিরে আসে। এসময় তারা তালাইমারী ট্রাফিক মোড়ের একটি ট্রাফিক পুলিশ বক্স ভাংচুর করে। এরপরে আন্দোলনকারী ভদ্রা মোড়ের দিকে রওনা হয়। পথে নর্দান মোড়ে রাজশাহী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাচীর লাগোয়া ছাত্রলীগের একটি কার্যালয়ে ভাংচুর চালাই আন্দোলনরত শিক্ষার্র্থীরা।
এরপরে শিক্ষার্থীরা ধিরে ধিরে ভদ্রা মোড়ে গিয়ে ট্রাফিক পুলিশের বক্স ভাংচুর করে। এসময় তারা বক্সের ভেতরে আগুন লাগিয়ে দেয়। এতে বক্সের ভেতরে থাকা জিনিসপত্র পুড়ে যায়। সেখান থেকে শিক্ষার্থীরা রেলগেট গোরহাঙ্গা মোড়ে আসে। পথে বাস স্ট্যান্ড এলাকার একটি আওয়ামী লীগের কার্যালয়ে ভাংচুর চালায় আন্দোলনরত শিক্ষার্থীরা।
পরে আন্দোলনরত শিক্ষার্থীরা গোরহাঙ্গার রেললাইনের পাশের একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাংচুর চালাই। বক্সের পাশের রেলওয়ের গেট কিপারের রুমে হামলা ও ভাংচুর চালায় শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থী কাঠের গুড়ি জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে বেলা সাড়ে ১১টার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেইনগেটের সামনে সাইফুল ইসলাম নামের এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেছেন আন্দোলনকারীরা। পরে আহত পুলিশ সদস্যকে কয়েকজন হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম বলেন, তিনটি পুলিশ বক্স ভাংচুর করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের কার্যালয় ছাড়াও সরকারি স্থাপনায় হামলা ও ভাংচুর করা হয়েছে।