শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
আগামী ২৯ জানুয়ারি ১৪ দলীয় জোটের প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহীতে স্বাগত জানিয়ে মিছিল করেছে মহানগর যুবমৈত্রী।
বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় শহিদ জামিল আখতার রতন স্মৃতি সংসদে আয়োজিত মহানগর কমিটির সভা শেষে তারা এই মিছিল করেন।
জামিল চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি কোর্ট অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও জামিল স্মৃতি সংসদে গিয়ে শেষ হয়।
রাজশাহী মহানগর যুবমৈত্রীর সভাপতি ও রাসিকের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, সহ-সভাপতি রায়হান হালিম, সাধারণ সম্পাদক শামীম ইমতিয়াজ, সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল হক রানা এই মিছিলে নেতৃত্ব দেন। এসময় মহানগর যুবমৈত্রীর অন্তর্গত বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।