রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন রাজশাহী শাখা কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে নগরীর কাদিরগঞ্জ এলাকায় অবস্থিতি কার্যালয়ে চুরি হয়েছে। এসময় কার্যালয় থেকে এক লাখ ৫০ হাজার টাকা ও গুরুত্বপূর্ন কাগজপত্র চুরি হয়েছে। বিষয়টি নিয়ে নগরীর বোয়ালিয়া থানার অভিযোগ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ খান বলেন, রাতে চোর কার্যালয়ের টিন কেটে প্রবেশ করে ডয়ার ভেঙ্গে এক লাখ ৫০ হাজার টাকা ও কিছু গুরুত্বপূর্ন কাগজপত্র চুরি হয়েছে। সাংবাদিকদের কার্যালয়ে এভাবে চুরি এটা অস্বাভাবিক বিষয়। চুরি যেই করুক সিসি ক্যামেরা ফুটেজ দেখে চোরকে শনাক্ত করে দ্রুত আটক করতে হবে।
তারা আরো বলেন, কিছুদিন হলো শহরে চুরি ছিনতাই বেড়ে গেছে। অনেক ক্ষেত্রেই চুরি ও খুনের ঘটনায় জড়িদের আইন শৃংখলা বাহিনী আটক করতে না পারায় এ অবস্থা হচ্ছে বলে উল্লেখ করেন তারা। কার্যালয়ে চুরির ঘটনায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটিসহ সকল সদস্য তীব্র ও নিন্দা প্রতিবাদ জানিয়েছেন। সেইসাথে চোরদের শনাক্ত করে দ্রুত আটকের দাবী জানানো হয়।
বোয়ালিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।