শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ‘মেসার্স নাজমুল ড্রাগস অ্যান্ড সার্জিক্যাল’ ঔষুধের দোকানে অভিযান চালিয়ে সরকারি ঔষুধ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সরকারি সরকারি হাসপাতালের ঔষুধ বিক্রির দায়ে দোকানের মালিক আব্দুল কুদ্দুস মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশ জানায়, নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরাতন ভবনে নীচতলায় ‘মেসার্স নাজমুল ড্রাগস অ্যান্ড সার্জিক্যাল’ ঔষধের দোকানে অভিযান চালিয়ে প্রায় ৮৫ হাজার ৫০০ টাকা মূল্যের সরকারি চোরাই ঔষধ ও মাদকদ্রব্য প্যাথেডিন ও মরফিন ইনজেকশন এবং নগদ ১ লাখ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, বুধবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরাতন ভবনের নীচ তলার একটি ঔষুধের দোকানে সরকারি চোরাই ঔষধ বিক্রি করা হচ্ছে। এছাড়াও সেখানে রেজিস্ট্রেশন বিহীন, মেয়াদ উত্তীর্ণ এবং সরকারি ঔষধ বোতল ও লেবেল পরিবর্তন ও মোড়কজাত করে বিক্রি ও বাজারজাত করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে মেসার্স নাজমুল ড্রাগস অ্যান্ড সার্জিক্যাল নামক ঔষুধের দোকানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হলে মালিক আব্দুল কুদ্দুস মিয়া (৬২) কৌশলে পালিয়ে যায়।
এসময় তার দোকান তল্লাশি করে বিভিন্ন রকম প্রায় ৮৫ হাজার টাকা মূল্যের সরকারি চোরাই ঔষধ, মাদকদ্রব্য প্যাথেডিন ও মরফিন ইনজেকশন এবং নগদ ১ লাখ ২৬ হাজার টাকা উদ্ধার হয়। এরপর পলাতক আব্দুল কুদ্দুস মিয়াকে আটকের জন্য তার বিল সিমলার বাড়িতে অভিযান পরিচালনা করে ডিবি। তার বাড়ি তল্লাশি করে সেখানেও সরকারি চোরাই ঔষধ জব্দ করা হয়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম বলেন, সরকারি ঔষুধ বিক্রি ও কিছু মাদক জাতীয় দ্রব্য বিক্রির দায়ের তার বিরুদ্ধে দুইটি মামলা হয়েছে। মামলার আসামি আব্দুল কুদ্দুস মিয়া পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।