রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি :
ক্লিন, বিডব্লিউজিইডি ও পরিবর্তন-রাজশাহী- এর উদ্যোগে ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, রাজশাহী গঠিত হয়েছে, যার মূল লক্ষ্য রুফটপ সোলার প্রকল্পের প্রচার। ফোরামের আহবায়ক হয়েছেন নারী নেত্রী কল্পনা রায়। যুগ্ম আহবায়ক সুবাস চন্দ্র হেমব্রম এবং সদস্য সচিব রাশেদ রিপন। সভায় বিভিন্ন খাতের ১৫ জন সদস্য অংশগ্রহণ করেন, যারা রাজশাহীর টেকসই উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।
ফোরামের প্রধান লক্ষ্য জীবাশ্ম জ্বালানি প্রকল্পের বিরুদ্ধে প্রচারণা চালানো এবং এগুলো বাতিল করার দাবি জানানো। ফোরামটি ২০১০ সালের বিশেষ আইনের অধীনে পাস হওয়া ৭৮টিরও বেশি প্রকল্প বন্ধ করার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে এবং আইনটি পুরোপুরি বাতিল করার ও ৩১টি নবায়নযোগ্য প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে, যেগুলো আইন বাতিল হওয়ার কারণে বন্ধ হয়েছে।
এই ফোরাম রাজশাহীকে নবায়নযোগ্য জ্বালানির একটি মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করবে, যা শহর ও গ্রামের উভয় অঞ্চলের জন্য পরিচ্ছন্ন শক্তি সমাধান সরবরাহ করবে। পরিবেশগত গ্রুপ, একাডেমিয়া এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা ফোরামের সদস্য হিসেবে যোগ দিয়েছেন।