রাজশাহীতে বসন্তবরণ ও ভালোবাসা দিবস উদযাপিত

আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ৮:৪৬ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক


রাজশাহীতে নানা আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়া হয়েছে। একই সঙ্গে উদযাপিত হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। সব বয়সী মানুষ বিপুল উৎসাহ-উদ্দীপনায় দিনটি উদযাপন করেছেন। তবে তরুণ-তরুণীদের মধ্যে উৎসবের আবহ দেখা গেছে সবচেয়ে বেশি। এ দিন মেয়েদের শাড়ি এবং ছেলেদের পাঞ্জাবি পরে বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা যায়।

বসন্ত বরণ করতে প্রতিবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে চারুকলা অনুষদ আয়োজন করে নানা অনুষ্ঠান। তবে, এবার রাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বসন্ত বরণ উৎসব পালন করা হবে। এরপরও এদিন শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল রাবি ক্যাম্পাস।

দিবসটি উদযাপন উপলক্ষে রাবি ক্যাম্পাসে গ্রামীণ পদ্ধতিতে গরুর গাড়িতে ঘুরাঘুরি ও নাচতে-গাইতে দেখা যায় একদল শিক্ষার্থীকে। তাঁরা গরুর গাড়িতে ঘুরাঘুরি ও নেচে-গেয়ে মাতিয়ে তোলেন ক্যাম্পাস। এছাড়া, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ফুলের পসরা সাজিয়ে দিয়েছছিলেন অস্থায়ী দোকান। সেখান থেকে ফুল কিনে প্রিয়জনকে দিতে দেখা যায় অনেককে। বাংলাদেশ প্রেমবঞ্চিত সংঘ, রাবি শাখা ক্যাম্পাসে ব্যতিক্রমি বিক্ষোভ মিছিল বের করে।

একদিনে দুই উৎসব উপলক্ষে সকাল থেকে নগরের বিভিন্ন বিনোদন স্পটে তরুণ-তরণীসহ বিভিন্ন বয়সের মানুষের ঢল নামে। মেয়েদের পরনে দেখা গেছে হলুদ রঙের শাড়ি, খোঁপায় গাঁদা ফুল; আবার কারও কারও খোঁপায় রঙিন ফুলের ব্যান্ড। ছেলেদের পরনে ছিলো হলুদ অথবা সফেদ রঙের পাঞ্জাবি। বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে গিয়ে মোবাইল ফোন দিয়েই অনেককে ফটোসেশন সারতে দেখা যায়। বন্ধুদের নিয়ে জটলা করে মোবাইলের ক্যামেরায় সেলফি তুলেও তা স্মৃতিবন্দি করেছেন অনেকে।

সকাল থেকে রাজশাহীর শহীদ এএইচএম কামরুজ্জামান উদ্যান, চিড়িয়াখানা, জিয়া পার্ক, বড়কুঠি পদ্মাপাড়, টি-বাঁধ, পদ্মা গার্ডেনসহ অন্য বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। কেউ বন্ধু-বান্ধবীকে নিয়ে, কেউ প্রিয়তমা, কেউ আবার পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন বাহনে ঘুরে বেড়িয়েছেন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত।

রাবি ক্যাম্পাসে কথা হয় আনোয়ার হোসেন নামে এক শিক্ষার্থীর সঙ্গে। তিনি বলেন, আজ শুক্রবার ছুটির দিন। তাছাড়া, পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস। এজন্য আমরা বন্ধুরা মিলে ঘুরতে বেড়িয়েছি। শীতের পর গ্রীষ্মকাল শুরু হলো আজ। ঋতু পরিবর্তন হচ্ছে। দিনটি স্মরণীয় করে রাখতে চাই আমরা।

নগরের টি-বাঁধে কথা হয় একটি যুগলের সঙ্গে। তাঁরা বলেন, আমরা এখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি। তারপরও প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরতে এসেছি। নিজেরা ঘুরাঘুরি করছি, অন্যদেরও আনন্দ উদযাপন করতে দেখছি। সবমিলিয়ে ভালো লাগছে।

পরিবারসহ টি-বাঁধে ঘুরতে এসেছিলেন ব্যাংক কর্মকর্তা আতিয়ার রহমান। তিনি বলেন, স্ত্রী ও সন্তানদের ঘুরাঘুরি করতে ভালো লাগে। আজ একটা বিশেষ দিন। তাই, তাদের নিয়ে নদীর পাড়ে ঘুরতে আসলাম। বাচ্চাদের ও তাদের মাকে কিছু উপহার কিনে দিলাম।

রাবি চারুকলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, আমরা এবার দুই দিনব্যাপী বসন্ত বরণ অনুষ্ঠান করবো। তাই, ১৫ ফেব্রুয়ারি রাবিতে ঢাবির ভর্তি পরীক্ষা থাকায় অনুষ্ঠানটা আমরা একটু পিছিয়েছি। আমরা আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি এবার বসন্ত বরণ উৎসব আয়োজন করবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ