রাজশাহীতে বাউবি’র বিএড প্রোগ্রামে(২০২৩ ব্যাচ) ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি :বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএড প্রোগ্রামে (২০২৩ ব্যাচ) ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী ও দুপুর ২ ঘটিকায় নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহীতে অনুষ্ঠিত হয়। একই দিনে রাজশাহীর দু’টি স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

এবারে বারটি আঞ্চলিক কেন্দ্রের মধ্যে রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের অধীন চারটি স্টাডি সেন্টারে সর্বোচ্চ সংখ্যক ১০০৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
প্রথম পর্যায়ে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহীতে প্রফেসর মো. কামাল হোসেন শাহ্-এর সভাপতিত্বে চারশতাধিক শিক্ষার্থী নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

প্রোগ্রামে প্রধান রিসোর্স পার্সন ছিলেন বাউবি’র স্কুল অব এডুকেশনের অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম এবং বিশেষ রিসোর্সপার্সন ছিলেন বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক মোহা. আবু বাককার। এছাড়া বিশেষ অতিথি ছিলেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জিসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। প্রোগ্রামের সঞ্চালনার দায়িত্বে ছিলেন টিটি কলেজের দর্শন বিভাগের প্রভাষক উত্তম কুমার সরকার।

দ্বিতীয় পর্যায়ে নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহী অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল-এর সভাপতিত্বে দু’শতাধিক শিক্ষার্থী নিয়ে দুপুর ২টায় ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রোগ্রামে প্রধান রিপোর্স পার্সন ছিলেন বাউবি’র স্কুল অব এডুকেশনের অধ্যাপক মো: আনোয়ারুল ইসলাম এবং বিশেষ রিপোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক মোহা. আবু বাককার। এছাড়া প্রোগ্রাম সমন্বয়কারী ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. মতিউর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

প্রোগ্রামের সঞ্চালনার দায়িত্বে ছিলেন নিউ গভ: ডিগ্রি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু সাঈদ ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. রাকিবুল হাফিজ।
বাউবি’র ওরিয়েন্টেশন প্রোগ্রামে সার্বিক সহযোগিতায় ছিলেন রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক এ.কিউ.এম. মুশফিকুর রহমান, সহকারী পরিচালক মো. মাহবুবুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ