রাজশাহীতে বাউবির স্টাডি সেন্টারের সমন্বয়কারী ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপাচার্যের মতবিনিময়

আপডেট: নভেম্বর ১১, ২০২৪, ৮:৩৯ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সোমবার (১১ নভেম্বর) বাউবির রাজশাহী আঞ্চলিক কেন্দ্র ও এর আওতাধীন উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী ও স্টাডি সেন্টারের সমন্বয়কারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

উক্ত সভায় উপাচার্য মহোদয় বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিনত করতে হবে। শিক্ষাকে মানুষের দোড়গোড়ায় পৌছানোর জন্য যা যা করণীয় সম্মিলিত ভাবে আমাদের করতে হবে। বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উচুঁ করে দাঁড়াতে হলে মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই।

রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে বিভিন্ন স্টাডি সেন্টারের সমন্বয়কারী এবং কর্মকর্তা ও কর্মচারীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, দীর্ঘ ১৭ বছর বিগত ফ্যাসিষ্ট সরকার কর্তৃক শিক্ষাক্ষেত্রে অবর্ণনীয় নৈরাজ্য সৃষ্টি করে এই সেক্টরটিকে একরকম ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। হঠাৎ করে তার পুনরুদ্ধার সম্ভব নয়। এটি করতে হলে আমাদের সম্মিলিত প্রয়াস প্রয়োজন।

আর এই সমস্যা নিরসন আমার একার প্রচেষ্টায় সম্ভব নয়। প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা। তিনি আরও বলেন নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার মানকে সমুন্নত করা। এক্ষেত্রে সমন্বয়কারীগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মতবিনিময় সভায় সভাপতিত্ত্ব করেন রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবু বাককার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ উপ-আঞ্চলিক কেন্দ্র প্রধান শাহ্ মোহা: আব্দুল মালেক। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) এমএস মোছাঃ মোরশেদা খাতুন ও বিভিন্ন স্টাডি সেন্টারের সমন্বয়কারীগণ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো: এমানুল হক।

উল্লেখ্য, উপাচার্য মহোদয় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে একটি নিম গাছের চারা রোপন করেন।এ সময় বিভিন্ন স্টাডি সেন্টারের সমন্বয়কারীগণ, রাজশাহী আঞ্চলিক কেন্দ্র ও আওতাধীন পাবনা, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা এবং রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন নাটোর উপ-আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক এমএস তানিয়া তালুকদার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version