শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ডিসেম্বরের শুরু থেকে প্রতিদিনই কমছে তাপমাত্রা। ভোরে দেখা মিলছে কুয়াশার। আগামী সপ্তাহ থেকে রাজশাহীতে শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানিয়ে আবহাওয়া অফিস। সাথে থাকবে ঘন কুয়াশাও।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সোমবারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যাবধানে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাজিব খান জানান, উত্তরাঞ্চলসহ রাজশাহীতে তাপমাত্রা কমছে। নওগাঁ জেলার বদলগাছিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সাথে পাল্লা দিয়ে কমছে রাজশাহীর তাপমাত্রাও।
তিনি বলেন, প্রথম দফায় শুক্রবার থেকে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সাথে থাকবে ঘনকুয়াশাও।