বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির আয়োজনে দুইদিনব্যাপি অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবি জানানো হয়। বুধবার (১৪ আগস্ট) বেলা ১০টায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচীতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সদস্য দেবাশিষ রায় মধু, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন ও জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক, জয়নাল আবেদীন শিবলী ও বজলুল হক মন্টু, জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন ও তোফায়েল হোসেন রাজ।
কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট হায়নারূপি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বৈষম্য আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের একদফা আন্দোলনে ছাত্র-জনতার উপরে হামলা চালিয়ে শিক্ষার্থীসহ শত শত আন্দোলনকারীদের হত্যা করেছে। সেইসাথে হাজার হাজার শিক্ষার্থী ও জনতাকে আহত করেছে। তবুও শেষ রক্ষা না হওয়ায় প্রাণ বাঁচাতে পালিয়ে গেছে ভারতে। কিন্তু ভারতেও তাকে এবং তার দোসরদের থাকতে দেয়া হবে না। তারা যে দেশেই থাকুক না কেন দেশে এনে কঠোর শাস্তির আওতায় আনা হবে।
তারা আরও বলেন, এই দেশ কারও বাবার নয়। ফ্যাসিস্ট শেখ হাসিনা মনে করেছিলেন এ দেশ তিনি রেজিস্ট্রি করে নিয়েছেন। কোনদিন তাকে ক্ষমতা ছাড়তে হবে না। কিন্তু এখন শুধু ক্ষমতা নয় দেশ ছেড়ে তাকে পালাতে হয়েছে। স্বৈরাচারদের এমন অবস্থাই যুগে যুগে হয়ে আসছে বলে উল্লেখ করেন তারা।