রাজশাহীতে বিপিপিএ’র কার্যাবলী ও ই-জিপি’র অগ্রগতি বিষয়ক কর্মশালা

আপডেট: জুলাই ১৮, ২০২৪, ১:১২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


রাজশাহীতে বিপিপিএ’র কার্যাবলী ও ই-জিপি’র অগ্রগতি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন।

কর্মশালায় বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) পরিচালক মো. আকনুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর ও জেলা প্রশাসক শামীম আহমেদ।

এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক রিমন রহমান সহ স্থানীয় ক্রয়কারী সংস্থা, দরদাতা, ব্যাংক ও গণমাধ্যমের প্রায় ৭৫ জন প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহণ করেন।

বিসিসিপি’র সহকারী পরিচালক (প্রোগ্রাম) মুহাম্মদ আব্দুস সালাম এর সঞ্চালনায় মুক্ত আলোচনায়- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম, রাজশাহী গণপূর্ত জোনের নির্বাহী প্রকৌশলী ফেরদৌস শাহনেওয়াজ কান্তা, গণপূর্ত বিভাগ-২ রাজশাহীর উপবিভাগীয় প্রকৌশলী মো. কাওসার সরকার, এলজিইডি রাজশাহীর সহকারী পরিচালক উম্মে আফিয়া মৌসুমী, রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান, ডিডাব্লিউডিবি’র ঠিকাদার খাজা তারেক সহ কিছু ক্রয়কারী সংস্থা ও দরদাতা সরকারি ক্রয় ও ই-জিপি সিস্টেম সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেন।

বিপিপিএ’র পরিচালক মো. আকনুর রহমান পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস ২০০৮ অনুযায়ী ব্যাখ্যা প্রদান করেন।

উল্লেখ্য, বিপিপিএ (পূর্বতন সিপিটিইউ) সরকারি ক্রয়ের ডিজিটাইজেশনের জন্য ই-জিপি চালু করে। মাননীয় প্রধানমন্ত্রী ২০১১ সালের ২ জুন ই-জিপি পোর্টাল উদ্বোধন করেন। এর ফলে সরকারি ক্রয়ে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ই-জিপি সিস্টেম উল্লেখযোগ্য সুফল বয়ে এনেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ