রাজশাহীতে বিভাগীয় পর্যায়ের নির্বাচিত জয়িতাদের সম্মাননা দেয়া হবে ৩ ফেব্রুয়ারি

আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৪, ১:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের সামগ্রিক অগ্রযাত্রা ও নারীর অগ্রযাত্রা পরস্পর পরিপূরক। সেই লক্ষ্যে নারীদের নিজ কর্মে অনুপ্রাণিত করার লক্ষ্যে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় বিভাগীয় পর্যায়ে নির্বাচিত চল্লিশ জন জয়িতার মধ্যে শ্রেষ্ঠ পাঁচজন জয়িতাকে সম্মাননা দেওয়া হবে আগামী শনিবার (৩ ফেব্রুয়ারি)। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জসীম উদ্দীন হায়দার মূল বক্তব্য উপস্থাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. শামসুল ইসলাম ও মহিলা বিষয়ক অধিদফতর রাজশাহীর উপপরিচালক শবনম শিরিন।
বক্তব্যে জসীম উদ্দীন হায়দার জানান, বাংলাদেশের সামগ্রিক অগ্রযাত্রা ও নারীর অগ্রযাত্রা পরস্পর পরিপূরক। নারীর উন্নয়ন ক্ষমতায়নের অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে সমাজের আপামর নারীর সাফল্য, নারীর জীবন সংগ্রাম, নারীর উন্নয়ন গোটা জাতির সামনে তুলে ধরা আবশ্যক। সমাজের বিভিন্ন ক্ষেত্রের জয়িতাদের চিহ্নিত করে তাদের যথাযথ সম্মান, স্বীকৃতি ও অনুপ্রেরণা দেয়া সম্ভব হলে সমাজের আপামর নারীদের মধ্যে আস্থা সৃষ্টি হবে এবং তারাও জয়িতা হতে অনুপ্রাণিত হবে। নারীরা তাদের অগ্রযাত্রায় সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে অগ্রসর হবে।

ফলশ্রুতিতে জেন্ডার সমতাভিত্তিক সমাজ বিনির্মাণের মাধ্যমে দেশের সুষম উন্নয়ন ত্বরান্বিত হবে। এরই ধারাবাহিকতায় জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন, শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জন, সফল জননী ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা এবং সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখা এ ৫টি ক্যাটাগরিতে বিভাগের আট জেলা থেকে প্রাথমিকভাবে নির্বাচিত দশজন জয়িতার মধ্য থেকে বিভাগীয় পর্যায়ের বিচারকমণ্ডলী কর্তৃক চূড়ান্ত পর্যায়ে পাঁচজনকে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচন করা হয়েছে।

তিনি আরো জানান, আগামী শনিবার (৩ ফেব্রুয়ারি) জেলা শিল্পকলা একাডেমিতে জয়িতা সম্মাননা দেওয়া হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে বিভাগীয় কমিশনারের কার্যালয় এর আয়োজন করবে। বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এঁর সভাপতিত্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি), এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়েছে, উক্ত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক কেয়া খান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, জেলা প্রশাসক শামীম আহমেদ ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।

উল্লেখ্য, রাজশাহী বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে পাঁচ সদস্যবিশিষ্ট বিচারকমণ্ডলী চূড়ান্ত পর্যায়ে প্রত্যেক ক্যাটাগরিতে দুইজন করে মোট দশজনকে শ্রেষ্ঠ জয়িতা নিবার্চন করেছেন। তাঁরা হলেন- অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটগরীতে বিভাগীয় পর্যায়ে জয়িতা হয়েছে ইলা রানী ঘোষ ও মাসুমা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী ক্যাটগরীতে বিভাগীয় পর্যায়ে জয়িতা হয়েছে মরিয়ম আক্তার ও সায়েমা পারভীন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটগরীতে বিভাগীয় পর্যায়ে জয়িতা হয়েছে শেফালী খাতুন ও ইসরাত জাহান, সফল জননী নারী ক্যাটগরীতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হয়েছে রেহেনা পারভীন মীরা ও আনোয়ারা বেগম। এছাড়াও শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটগরিতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হয়েছে কল্যাণী মিনজি ও শীলা প্রাং।

এ বিভাগের অন্যান্য সংবাদ