রাজশাহীতে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত

আপডেট: আগস্ট ৩, ২০২৪, ১০:০৬ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


‘এখনই সময় পদক্ষেপ নেয়ার’ এই প্রতিবাদ্যে রাজশাহীতে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার (৩ আগস্ট) সকালে রাজশাহী মেডিকেল কলেজে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকে কলেজের অধ্যক্ষ ডা. মো. নওশাদ আলী।

হেপাটাইটিস বিভাগের বিভাগীয় প্রধান ডা.মো. হারুন-অর-রশিদ এন সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন রামেক কলেজের উপাধক্ষ ডা.মো হাবিবুল্লাহ সরকার,শিক্ষক সমিতির সভাপতি ডা.মো.হাফিজুর রহমান,সাধারন সম্পাদক ডা.মো. আবু শাহীন, মেডিসিন বিভাগের প্রধান ডা.হাসান তারিক,গাইনি বিভাগের প্রধান ডা.রোকেয়া থাতুন সহ চিকিৎসক বৃন্দ। এ সময় দারা বলেন হেপাটাইটিস রোগটি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে ২০০৮ সালের ২৮ জুলাই সর্বপ্রথম বিশ্ববাসীকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করা হয়।

‘বিশ্ব হেপাটাইটিস অ্যালায়েন্স’ দিনটিকে হেপাটাইটিস দিবস হিসেবে পালনের উদ্যোগ নেয়। ২০১১ সালে বিশ্বস্বাস্থ্য সংস্থা বিশ্ব দিবসটিকে স্বীকৃতি দেয়। এরপর থেকে বিশ্বের প্রতিটি দেশে প্রতিবছর ২৮ জুলাই এ দিবসটি পালন করা হচ্ছে। লিভারজনিত মারাত্মক রোগের ভাইরাস হেপাটাইটিস-বি। এ ভাইরাস আবিষ্কার করেন নোবেল বিজয়ী বিজ্ঞানী বারুচ স্যামুয়েল ব্লুমবার্গ। এর পর এ রোগ নির্ণয়ের জন্য পরীক্ষাব্যবস্থা উন্নত করার পাশাপাশি টিকার ব্যবস্থাও শুরু করেন তিনি। বাংলাদেশে হেপাটাইটিস রোগীর সংখ্যা অনেক।

বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ ভাইরাসে প্রায় এক কোটি মানুষ আক্রান্ত। বেসরকারি হিসাবে, দেশে হেপাটাইটিসে প্রতি বছর ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। হেপাটাইটিস নিয়ে উদ্বেগের সবচেয়ে বড় কারণ হচ্ছে সারা বিশ্বে হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ ভাইরাসে সংক্রমিত ১০ জনের মধ্যে ৯ জনই জানেন না যে তার শরীরে এ ভাইরাস আছে। তাই আসুন, সুস্বাস্থ্য নিশ্চিতে লিভারের মারাত্মক রোগ হেপাটাইটিস ভাইরাস সম্পর্কে জানি, অন্যকেও সচেতন করে তুলি।

এ বিভাগের অন্যান্য সংবাদ