রাজশাহীতে বেড়েছে শীতের তীব্রতা

আপডেট: জানুয়ারি ২, ২০২৪, ৮:৫৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। তাপমাত্রা কমার সাথে সাথে বেড়েছে শীতের তীব্রতা। একদিনের ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা কমেছে ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে সূর্যের দেখা মিলেছে। এর আগে সকাল থেকে নগরী ছিল কুয়াশাচ্ছন্ন।
তবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কমা ছাড়াও কুয়াশার কারণে রাজশাহীতে বেশি শীত অনুভূত হয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে কমেছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষক এসএম গাউসুজ্জামান বলেন, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। তাপমাত্রা কমার কারণে বেশি শীত অনুভূত হচ্ছে। এছাড়া বুধবার (আজ) তাপমাত্রা আরও কমতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ