রাজশাহীতে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

আপডেট: মে ১৯, ২০২৫, ১:৪৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


রাজশাহীতে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ মে) বিকেলে জেলা শিক্ষা অফিসারের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল অহাব। এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসারের একাডেমিক অফিসার ফারজানা হক।

এসময় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জেলার নয়টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারবৃন্দ। সভায় আরও উপস্থিত ছিলেন সমাজসেবা মহিলা বিষয়ক যুব উন্নয়নের অফিসারবৃন্দ।

ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সোশ্যাল কমপ্লায়েন্স প্রোগ্রাম, ‘শিখা’ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মিতা রানী সরকার, প্রজেক্ট অফিসার সাবির আহমেদ, মোতালেব হোসেন ও আফরোজা খাতুন, ভলান্টিয়ারসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত চার বছর মেয়াদি ‘শিখা’ প্রকল্পটি রাজশাহী, ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বরিশাল ও নারায়ণগঞ্জেতে বাস্তবায়িত হবে। প্রকল্পটি যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থার উন্নয়নে কাজ করবে।

নারায়ণগঞ্জে ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি, বাল্যবিয়ে ও বুলিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ গ্রহণে জোর দেওয়া হবে। মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে ঝুঁকি বিশ্লেষণ, যৌন হয়রানি প্রতিরোধ কমিটির কার্যক্রম জোরদার, যুব ফোরাম গঠন, অভিভাবক সভা আয়োজনসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

এসময় ‘শিখা’ প্রকল্পের আওতায় মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়, কর্মক্ষেত্র, গণপরিবহন, কমিউনিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মে কার্যক্রম পরিচালিত হবে বলে জানান টেকনিক্যাল ম্যানেজার মিতা সরকার।