শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
দেশের পরিবেশ ও জনপদের সুরক্ষারসহ ন্যায্য জ্বালানি রূপান্তরে ১৪ দফা নাগরিক দাবির বাস্তবায়ন চেয়ে রাজশাহীতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় তারা দেশকে জীবাশ্ম জ্বালানি নির্ভর থেকে মুক্ত করে নবায়নযোগ্য শক্তির দিকে এগিয়ে নেওয়ার দাবি জানান।
জেটনেট-বিডি, পরিবর্তন এবং একশনএইড এর যৌথ উদ্যাগে মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে নগরীর হোটেল ওয়ারিসনে অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা অবিলম্বে দাবি মেনে জ্বালানি সুশাসন, সবুজ ও সাশ্রয়ী জ্বালানি, ন্যায্য ও সবুজ জ্বালানি রুপান্তরে নারীও যুবাদের অংশগ্রহন নিশ্চিত করার দাবি জানান। মহিলা পরিষদ জেলা সভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সনাক সভাপতি প্রফেসর সিদ্ধার্থ তালুকদার, রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর দীপকেন্দ্র নাথ দাস, জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক লিগ্যাল অ্যাড. দিল সেতারা চুনি, ক্যাব সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, টিআাইবির সমন্বয়কারী মনিরুল হক, আইন ও সালিশ কেন্দ্রের জেলা সমন্বয়কারি হাসিবুল হাসান, একশনএইড প্রকল্প সমন্বয়কারি রাজভি হাসান এবং পরিবর্তন পরিচালক রাশেদ রিপন।